Monday, August 15, 2022

হাওয়া মুভি রিভিউ। Hawa Bangla Movie Review।

হাওয়া মুভি রিভিউ। Hawa Bangla Movie Review।  


হাওয়া মুভি রিভিউ। hawa Bangla movie review 

Hawa Movie (হাওয়া) Details : 


Movie Name:#Hawa (হাওয়া) 

Director: Mejbaur Rahman Sumon

IMDB Rating:8.3/10

Personal Rating:7/10

 

Hawa (হাওয়া) movie Starring / Casting : 

  • Chanchal Chowdhury, 
  • Nazifa Tushi, 
  • Sariful Razz, 
  • Sumon Anowar,
  • Shohel Mondol, 
  • Nasir Uddin Khan.

                 

Hawa Movie Story Review -হাওয়া মুভির গল্প : 

সাধারণ কমার্শিয়াল (কপি) সিনেমা থেকে বেরিয়ে ভিন্ন আঙ্গিকে সাধারণ একটি কাহিনীকে অসাধারণ করে তুলেছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। ফার্স্ট হাতটা একটু স্লো মনে হলেও দ্বিতীয়ার্ধে দর্শক স্ক্রীনের সাথে এনগেজ ছিল।


Hawa Bangla Movie Cinematography Review - হাওয়া মুভি সিনেমাটোগ্রাফি রিভিউ : 

এককথায় বাংলা সিনেমায় এধরনের ভিজুয়াল আগে দেখা যায়নি। সাগরের পানির মধ্যের দৃশ্য , উপর থেকে ড্রোন শট গুলো সেরা ছিল। রাতের সিনগুলো ভয়াবহ সুন্দর ছিল। ক্যামেরা ওয়ার্ক নিয়ে কোন কথা হবে না, সেরা ছিল।কালার গ্রেডিং ঠিকঠাক।


Hawa Movie Acting Review - হাওয়া মুভির অভিনয় রিভিউ : 


সিনেমা হোক আর নাটক চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) যেন একেবারে চরিত্রের সাথে মিশে যান। মনে হয় যেন তিনি চরিত্রটাকে গুলিয়ে খান। ফার্স্ট হাফে শান্তশিষ্ট থাকলেও তিনি খেলা দেখিয়েছেন সেকেন্ড হাফে। সাথে গুলতি চরিত্রে নাজিফা তুসি ডিসেন্ট পারফরম্যান্স দিয়েছেন। শরিফুল রাজ, সোহেল মণ্ডল ঠিকঠাক। না বললেই নয় নাসিরউদ্দিন খান পুরো সিনেমা জুড়ে জাস্ট কাঁপিয়ে বেরিয়ে গিয়েছে।


Hawa Bangla Movie Climax Review - হাওয়া মুভি ক্লাইম্যাক্স রিভিউ -ঃ  

পুরো সিনেমা সাবলীল ভাবে চলছিল। ক্লাইম্যাক্স এ এসে যা দেখিয়েছে একেবারেই আনপ্রেডিক্টেবল। তবে আমার মনে হয় শেষটা অন্যরকম হতে পারতো।


Others Side Review- অন্যান্য : 


বিজিএম আহামরি না চলনসই ছিল। বেশি ভিএফএক্স এর দৃশ্য ছিল না। প্রায় সবই রিয়েল লোকেশন এ শুটিং করা। একটামাত্র গান ছিল সাদা সাদা কালা কালা। গান এর সময় অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। আর এই মুভির সাথে কোরিয়ান মুভি সি ফগ এর প্লট বা গল্পে কোন মিল নেই।


হাওয়া মুভি ট্রেইলার - Hawa Bangla Movie Trailer. 




Hawa Bangla Movie Song Review : 


হাওয়া মুভির গান গুলো ভালো ও মানসম্মত হয়েছে। বিশেষ করে কালা কালা সাদা সাদা গানটি এবং আট টা বাজে দেরি করিস না গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। সবার মুখে মুখে এই গান গুলো শুনতে পাওয়া যায়। নিচে গান দুটির লিংক দেওয়া হলো। দেখে নিতে পারেন। 


কালা কালা সাদা সাদা --kala kala sada sada Song : 




আট টা বাজে দেরি করিস না - aat ta baje deri koris na song : 





হাওয়া মুভির যেসব জায়গায় কমতি মনে হয়েছে : 


বিজিএম আরও ভালো হতে পারতো।

হরর জায়গুলো যেন ঠিক জমেনি। কমেডি মোটামুটি ওয়ার্ক করেছে। ফার্স্ট হাফটা স্লো মনে হয়েছে। আর লাস্টের সিনটা আমার কাছে ততটা ভালো লাগেনি।

(মিথ এর সাথে কানেক্টেড, যদিও আনপ্রেডিক্টেবল ছিল তাই অনেকের ভালো লেগেছে)


মুভিটা রিলিজের পর আজ তৃতীয় সপ্তাহে মধুমিতায় ৩:০০ টার শো দেখলাম। হল ছিল পুরাই হাউজফুল।হলভর্তি দর্শক নিয়ে সিনেমা দেখার মজাই আলাদা।


বি.দ্র.  যারা সাউথের একশান ফিল্ম, মার্ভেল ,ডিসি এই টাইপের মুভি চান তাদের জন্য হাওয়া পারফেক্ট চয়েস হবে না। আর এই সিনেমা ফ্যামিলি নিয়ে দেখা ঠিক হবে না। (১৮+ সংলাপ আছে অনেক)


তো সবশেষে এটাই বলতে চাই ভালো সিনেমা গুলো এপ্রিশিয়েট করূন। পারলে সময় করে হলে যেয়ে সিনেমাটা দেখুন।


#এগিয়ে যাক বাংলা সিনেমা 

#Happy Watching



No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box.